
লিমন : মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন চালিমিয়া গ্রামের মোঃ জাফর খান এর ছেলে মোঃ নাঈম খান ২৫ (৫০গ্রাম) গাজা সহ পুলিশের হাতে আটক করেছে । আসামী নাঈম দীর্ঘদিন যাবত এলাকায় গাজা সহ মাদক ব্যবসার সাথে জড়িত আছে । বাবুখালী ফাড়ির আইসি শুভংকর রায় চৌধুরী তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৮টার সময় এ অভিয়ান পরিচালনা করে।
ভিউ: ২১০










