
আলমডাঙ্গা: মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নীলা শুকতারা ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরটি অনুষ্ঠিত হয় (১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টার দিকে) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার (আলমডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চোখের বিভিন্ন রোগ নির্ণয়, পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন। এ ছাড়া, যাঁদের চশমার প্রয়োজন, তাঁদের বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং নির্দিষ্ট সংখ্যক রোগীর জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়। নীলা শুকতারা ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল কাদের , জানান, এই চক্ষু শিবিরের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হবে । ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং নীলা তারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।










