নওগাঁয় মাদক বাণিজ্যে বাড়ছে সামাজিক অপরাধ
Spread the love

নওগাঁয় বেড়েছে মাদকের কারবার। জেলা শহরের ১৫টিরও বেশি চিহ্নিত স্পটে চলছে মাদক দ্রব্যে কেনাবেচা। এতে শহরজুড়ে বৃদ্ধি পেয়েছে মাদকসেবীর সংখ্যা। মাদকের টাকা যোগাতে শহরে অপহরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে, নওগাঁয় সংঘবদ্ধ পাচারকারী দল তৎপর হয়ে উঠেছে। কিছুদিন থেকে হঠাৎ করে আশঙ্কাজনক হারে বেড়েছে অপহরণ ও চুরি ছিনতাইয়ের ঘটনা। বাসা-বাড়ির পাশাপাশি চুরি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানেও। সেই সঙ্গে বেড়েছে মোটরসাইকেল ও গরু চুরির ঘটনা।

সচেতন মহল বলছেন, জেলা শহরের কলোনী , তাজের মোর এলাকা, মাছ বাজার, ঔষধ পট্টি এলাকা, চকপ্রাণ , শাহী মসজিদ এলাকা, মৃধা পাড়া, কালীতলা ,আরজি নওগাঁ উত্তর পাড়া, আরজি নওগাঁ ডাংগাপাড়া, ফয়েজ উদ্দিন কলেজ সংলগ্ন দুর্গাপুর এলাকা,ঈদুরবটতলী সহ ১৫টির বেশি চিহ্নিত স্পটে চলছে মাদক কেনাবেচা। প্রতিদিন সন্ধ্যার পর জমে উঠছে মাদকের কারবার এসব এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবে মাদক সহজলভ্য হয়ে উঠেছে বলে দাবি তাদের। জেলা শহরের পাশাপাশি সারা উপজেলাতেও বাড়ছে মাদকের ছড়াছড়ি। মাদকের স্পষ্টগুলো বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন,মাদকবিক্রেতা সদস্যদের তালিকা করে নিয়মিত গ্রেফতার করা হচ্ছে যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও কাজ করছে। কিছুদিন আগে ৩০জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জানিয়ে তিনি বলেন, মাদক বন্ধে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনসচেতনতামূলক সভাসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31