
তৌহিদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী সকাল ১১টায় শহরের নোমানী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মাগুরা শহরস্থ চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন দলের জেলা আমীর অধ্যাপক এম বি বাকের। সকালে সমাবেশের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার আমির অধ্যাপক এম বি বাকের। এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে সমাবেশে অংশগ্রহণ করে দলীয় নেতা এ টি এম আজাহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন পূর্নবহালের জোর দাবী জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম বি বাকের বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ার পরও সরকারের ষড়যন্ত্রমূলক পদক্ষেপের কারণে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। একইসঙ্গে কারাবন্দি মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখন সময়ের দাবি। এ সময় অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। তার মুক্তি না দিলে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী অংশ নেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।










