
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্প। ১২ ফেব্রুয়ারি ১ম দিনেই শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পড়েছে এই আয়োজনে। প্রকাশনা উৎসবে বিভিন্ন সাহিত্য, বিজ্ঞান ও ইসলামিক বইসহ নানা প্রকাশনা প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা এখানে বই কিনছেন ও আগ্রহের সঙ্গে বই পড়ছেন।
অন্যদিকে, ফ্রি মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও ব্লাড সুগার চেকআপসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। ছাত্রশিবির জেলা সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে। এই আয়োজনের মাধ্যমে আমরা মানবিক কার্যক্রম পরিচালনা করছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী সানজিদা সঞ্জু বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ায়, পাশাপাশি দরকারি চিকিৎসাসেবা পেতে সাহায্য করে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এমন মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।










