
আলমডাঙ্গার কেদারনগরে নেংটার বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের সাবেক মেম্বার সুরুত আলীর কেদারনগর বাউল আশ্রমে গতকাল দিনব্যাপী মাহফিলের প্রথমে হাদিস কোরান ও নেংটা পাগলের জীবনী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাগল পলাশের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচনা করেন অহর আলী।দোয়া পরিচালনা করেন নেংটা পাগলের শিষ্য বকুল পাগল। সাবেক মেম্বার সুফিয়া পাগলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, কবি ও সাহিত্যিক এম. জামিরুল ইসলাম খান জামিল,পাগল আমজাদ হোসেন পাগল ইদবার হোসেন,পাগল আব্দুর রশীদ, পাগল শিমুল,পাগলী রুকিয়া,পাগল জালালসহ অসংখ্য ভক্ত বৃন্দ ও সুধীজন।পরিশেষে প্রায় ৫ মন চালের খিচুড়ি ভাত ও গোশত মেশানো তবারক বিতরণ করা হয়েছে।
ভিউ: ২৩৫










