
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতি মুলক সভায় সভাপতিত্ব করেন আলমযাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।তিনি বলেন পৃথিবীতে একটি মাত্র দেশ বাংলাদেশ যারা ভাষার জন্য বুকের রক্ত ঢেলে দিয়ে তাদের ভাষার অধিকার আদায় করেছিল।১৯৪৮ সাল থেকে তৎকালিন পাকিস্থান সরকারের চাপিয়ে দেওয়া পুর্বপাকিস্থানের মাতৃভাষা উর্দু হবে।তারই প্রতিবাদে ছাত্র,বুদ্ধিজীবি,সাংবাদিক,পেশাজীবি সহ সাল স্তরের মানুষ আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল।যাদের আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলা হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানানো জরুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভুমি বসু, আলমডাঙ্গা স্বাস্থ্য প,প,কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক,ওসি অপারেশন আজগার আলী,। ইনেস্ট্রাক্টর জামাল হোসেনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, একাডেমি সুপার ভাইজার ইমরুল হক, জামাতে ইসলামীর জেলা আইন বিষয়ক সদস্য দারুসসালাম, উপজেলা আমির শফিউল আলম বকুল, উপজেলা আইসিটি সম্পাদক মোস্তাফিজুর রহমান, সরকারি কলেজের প্রভাসক ডক্টর মাহবুবর রহমান,আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম ,সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক গৌতম কুমার পাল, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান,আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি রেবা রানী সাহা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুছাব আলী, রাকিবুল ইসলাম,প্রমুখ।










