বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পাঠির নেতার অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন
Spread the love

আজাদ হোসেন আওলাদ মিয়া; নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি করে অর্ধকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ও ইউপি সদস্যরা।এতে প্রায় কয়েকশত নারী পুরুষ অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজাউদ্দৌলা লিপটন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নং বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।এসময়ে বক্তারা বলেন, সুজাউদ্দৌলা লিপটন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছেন।ইউপি সদস্যদের না জানিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতসহ টাকার বিনিময়ে গ্রাম আদালতের বিচার নিজ বাড়িতে করেন। তিনি জাতীয় পার্টির নেতা হওয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষকে না দিয়ে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেন। এসময়ে ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু বলেন, বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান লিপটন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার ফলে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছেন। তিনি সকল ইউপি সদস্যদের না জানিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। তিনি কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করেন না। আমরা আজকে মানববন্ধন করার আগে তার প্রতি অনাস্থা এনে অনিয়ম দুর্নীতি তুলে ধরে তার অপসারণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করি।অভিযোগ সূত্রে গত রবিবার একজন কর্মকর্তা তদন্ত করতে আসেন এসময়ে চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের দুজন ইউপি সদস্যদের ওপর হামলা করেন। এসময়ে স্থানীয়রা ছুটে এসে আমাদের রক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। আমরা তার অনিয়মের বিচার চেয়ে হামলার শিকার হয়েছি। আজ এখানে স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যরা এসে তার অপসারণের দাবিতে মানববন্ধন করছেন।দ্রুত তাকে অপসারণ করা না হলে আমরা আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলব। এতে বাহাগিলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য স্বপন রানা, খলিলুর রহমান ডাবলু, এমদাদুল হক, ইয়াহিয়া খান, সাদেকুল ইসলাম, যুবদল নেতা মোস্তাফিজার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31