
মোঃ মুনাইম হোসেন , প্রতিনিধি : চুয়াডাঙ্গা জীবননগরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় ৮৩ বোতল ফেন্সিডিলসহ জামাল হোসেন (২৯)নামের একজনকে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নির্দেশনায় এস আই ফিরোজ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার সময় জীবননগর বাস স্ট্যান্ড সংলগ্ন হইতে অভিনব কায়দায় কুলের ক্যারেটের ভিতরে সাজানো ফেনসিডিলসহ মামুন পরিবহন এক্সপ্রেস বাস এর পাশ থেকে (৮৩) বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী জামাল হোসেন (২৯)কে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী জামাল হোসেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত মুজিবর মন্ডলের পুত্র।
আর এ বিষয় জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কুলের ক্যারাটে করে ফেনসিডিল পাচার হচ্ছে । পরবর্তীতে জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয় আর এই অভিযানে ৮৩ বোতল ফেনসিডিলসহ জামাল হোসেনকে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।










