
চুয়াডাঙ্গার পৌর কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন মোমিনপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সাইম। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ মিনিটে ছাত্রলীগ কর্মী রিয়াজ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাইম কলেজ ক্যাম্পাসে অবস্থান করার সময় রিয়াজের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে তাকে ঘিরে ফেলে এবং লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পেছনে মোমিনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রান্ত ও চন্দনের নেতৃত্ব রয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, একই গ্যাং এর আগের দিন ব্রিজমোড়ে বিএনপির আরেক কর্মী হালিমের ওপরও হামলা চালিয়েছিল। হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদল নেতাকর্মীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।










