পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ৫ বাড়িতে ডাকাতি 
Spread the love

মোঃ নুরুজ্জামান খোকন : পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন বোথলা এবং পূর্ব পশারিবুনিয়া গ্রামের জনৈক আঃ সামাদ তালুকদার,মোঃ কামরুল, মোসাঃ শাহিদা বেগম,মোঃ প্রিন্স খান,মোসাঃ রেখা বেগম এর বিল্ডিং এবং কাঠের পাঁচটি বসত ঘরে উক্ত ডাকাতির ঘটনা ঘটে। অদ্য৫ফেব্রুয়ারি(বুধবার)আনুমানিক রাত ১ঃ৩০- ৪ঃ০০ ঘটিকার মধ্যে, ভান্ডারিয়ার বোথলা এবং পূর্ব পশারিবুনিয়া গ্রামের আঃ সামাদ তালুকদার(৭২), পিতা-মৃত আঃ আজিজ তালুকদারের বাড়িতে ডাকাতি প্রথমত কালে নিম্ন বর্ণিত মালামাল নিয়ে যায়, ১টি চেইন যাহার মূল্য- ৬০,০০০/ টাকা,কানের দুল ১জোরা, মূল্য ৩৫,০০০/টাকা,আংটি ২টি মূল্য ৩০,০০০/টাকা,সহ নগদ ৫,০০০/টাকা।

অতঃপর দ্বিতীয় আনুমানিক রাত ২ঃ০০- ৩ঃ০০ ঘটিকায় মোঃ কামরুল হাসান (৫০),পিতা- মৃতঃ মাহাতাব উদ্দিন আহম্মেদ, সাং-বোথলা এর বাসায় ডাকাতির ঘটনা ঘটলে এ সময়,কানের দুল ৩জোড়া মূল্য ৭০,০০০/টাকা। চেইন ০৩টি, মূল্য ১,৮০,০০০/টাকা,নেকলেস ১টি,মূল্য ১,২০,০০০/- টাকা। আংটি ০৪টি,মূল্য ৭০,০০০/টাকা। হাতের বালা ১জোড়া,মূল্য ১,২০,০০০/টাকা,মোবাইল ১টি, মূল্য ১,৬০০/টাকা এবং ঘরে থাকা নগদ ২৩,০০০/-টাকা নিয়ে যায়। তৃতীয় আনুমানিক রাত ৩ঃ০০- ৩ঃ২০ ঘটিকায় মোসাঃ শাহিদা বেগম(৬৩), স্বামী-মৃত.খান মোঃ আহসান কবির, সাং- বোথলা,এর বাসায় ডাকাতিকালে,টর্চলাইট ১টি মূল্য ১,১০০/টাকা।

চতুর্থ আনুমানিক রাত ৩ঃ২৫-৩ঃ৪০ ঘটিকায় মোঃ প্রিন্স খান (৪৮),পিতা-মৃতঃ বজলুর খান,সাং-বোথলা এর বাসায় ডাকাতিকালে কানের দুল ১জোড়া, মূল্য ৬০,০০০/টাকা, এবং নগদ ১২,০০০/- টাকা। পঞ্চম আনুমানিক রাত ৩ঃ৪০- ৪ঃ০০ ঘটিকায় মোসাঃ রেখা বেগম(৩০), স্বামীঃস্বপন আকন, সাং- বোথলা এর বাসায় ডাকাতির ঘটনা ঘটে এবং নগদ ৩,০০০/টাকা নিয়ে যায়। উক্ত ৫টি বাড়িতে ডাকাতি কালে কত প্রকার দুর্ঘটনা বা কোন আহতের খবর পাওয়া যায়নি।জানা যায় অজ্ঞাতনামা ১০/১২ জন মূখোষ ধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে উল্লেখিত ব্যক্তিদের বসত বিল্ডিং এবং কাঠের ঘরে ডাকাতির ঘটনা ঘটায়। এ সময় প্রত্যক্ষদর্শী ও ভিকটিমদের ভাষ্যমতে ডাকাতদল আঞ্চলিক ভাষায় কথা বলেছে এবং তাহাদের পরনে হাফ প্যান্ট ও জ্যাকেট এবং মুখমন্ডলে মুখস পড়া ছিলো। উক্ত ডাকাত দল ডাকাতি শেষে রাত্র অনুমানিক ৪ঃ৪৫ ঘটিকার সময় পার্শ্ববতী বেড়িবাধের দিকে দলবদ্ধভাবে চলেযায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31