
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ছাত্র প্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও শুধীজনদের অংশগ্রহণে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মিলন আহমেদ, ফিল্ড সুপারভাইজার সালমা খাতুন, শামীমা নাসরিন, ছাত্র প্রতিনিধি আরাফাত রহমান, মুসাব ইবনে শাফায়েত, সাকিব মাহমুদ, আতিবুজ্জামান মিরাজ, সাদি হাসান, পারভেজ আলী, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছায়া রানী, সমাজসেবা অফিসের উচ্চমান সহকারি মাহবুবুর রহমান, স্কুলছাত্রী মৌলি প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আপনাদের উপস্থিতি ও অংশগ্রহণে সরকারের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।










