
নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট ঐতিহ্যবাহী শিবপুর দরবার শরীফে চলছে ৩ ফেব্রুয়ারী সোমবার থেকে মহান ২০শে মাঘ তিন দিন ব্যপী বাৎসরিক ওরস শরীফ। নোয়াখালী শিবপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহেনশাহে বেলায়েত শাহ আবদুল আজিজ হক শিবপুরি কেবলার প্রবর্তিত মহান ২০শে মাঘ বাৎসরিক ওরস শরীফে দে-শ বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত অনুসারীরা অংশ নিয়েছে। ওরসকে কেন্দ্র করে খলিফারহাট অঞ্চল জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ১৯ মাঘ ২ ফেব্রুয়ারী রবিবার রাত ১২.১ মিনিটে মাজারে গিলাফ প্রদানের মাধ্যমে পবিত্র ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। ২৩ মাঘ, ৬ ফেব্রুয়ারী বাদ ফজর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হইবে। শিবপুর দরবার শরীফ থেকে প্রকাশিত আল সূফী বার্তা সম্পাদক মোঃ রাসেদ বিল্লাহ চিশতী বলেন, ওলি আল্লার দরবার এশিয়া মহাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি উদাহরণ। নোয়াখালীতে হক শিবপুরি কেবলার মহান ২০ শে মাঘ ৩দিন ব্যপী বাৎসরিক ওরস শরীফ শত বছর ধরে উদযাপন হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে বেশধারী মোল্লা মুন্সিা বাংলার ওলি আল্লার মাজার ভাংতেছে, আর ১ টা মাজার ভাঙ্গলে হামলাকারীদের চুল পরিমান ছাড় না দেওয়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।










