
৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক পত্রিকা দৈনিক মাথাভাঙ্গার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কাইরুল মামুনকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে কাইরুল মামুন বলেন, আনুমানিক বেলা তিনটার দিকে তার মুঠোফোনে একটি কল আসে এই নাম্বার থেকে ০৯৬৩৮ ৮২৯৯৯০। এ সময় তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন বলে জানান। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি আরো বলেন,আমার অপরাধ কি? জানতে চাইলে বলা হয় তুই বিএনপির নাম ভাঙাচ্ছিস, তুই বেশি বুঝিস, বেশি কথা বলিস।কোথায় কবে নাম বিএনপি’র ভাঙ্গালাম এ কথা জানতে চাইলে কোন প্রমাণ না দিতে পেরে বলে, তুই বেশি বুঝিস এটাই তোর অপরাধ। আমার কথা না মেনে কেন তর্ক করছিস। কাইরুল মামুন জানান ফোনে হুমকি দেয়া ব্যক্তিটির নাম বারবার জানতে চাইলেও তা না বলে উল্টোপাল্টা ভয়ভীতি প্রদর্শন করতেই থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আলমডাঙ্গা থানায় একটি জিডি করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।










