
সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দির প্রাঙ্গণে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকালে দেবী বন্দনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন এবং বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ কামনা করেন। শিক্ষার্থীরা নতুন খাতা-কলম হাতে নিয়ে দেবীর কৃপা প্রার্থনা করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সংকল্প ব্যক্ত করেন। পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম। সংগীতানুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা ও খেলাধুলার আয়োজন পূজাকে আরও আনন্দমুখর করে তোলে। উপজেলার কেন্দ্রীয় জয় কালী মন্দির, কর্মকারপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠিত হয়।সন্ধ্যায় দীপ প্রজ্বালন, প্রসাদ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। শিক্ষার্থী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কালিহাতীর বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। শিক্ষার্থীরা জানান, সরস্বতী পূজা জ্ঞান ও সংস্কৃতির প্রতীক। প্রতিবছর তারা এ পূজা অত্যন্ত শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে পালন করেন এবং দেবীর আশীর্বাদে সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে চান।










