
মোঃ হাবিব : ঠাকুরগাঁওয়েও সদর উপজেলার ডিগিডাঙ্গীতে ট্রাকের চাপায় গিয়াসউদ্দিন(৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে পীরগঞ্জ মুখি একটি ট্রাকের চাপায় এই হতাহতের ঘটনা ঘটে। গিয়াসউদ্দিন(৭৫) ঠাকুরগাঁও জেলার ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃতঃকাশিম উদ্দিন ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গিয়াসউদ্দিন রাস্তার পাশ দিয়ে একটি বাঁস সাথে করে বাসার দিকে যাচ্ছিল। এসময় ঠাকুরগাঁও থেকে আসা পীরগঞ্জ গামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয় ঘটে। এ ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যায়। এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে ঘটনা তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ভিউ: ১৯৮










