গাজীপুরের পূবাইলে ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন।
Spread the love

সুব্রত চন্দ্র দাস : বিশ্ব শান্তি, মানব কল্যান, দেশ ও জাতির সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায়
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন আয়োজন করা হয়েছে।
২৮ শেও ২৯ শে জানুয়ারি মঙ্গলবারও বুধবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
৩০ শে জানুয়ারী বৃহস্পতিবার থেকে ০১লা ফেব্রুয়ারি শনিবার পর্ষন্ত শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও ০২রা ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরন।০৩রা ফেব্রুয়ারি সোমবার দধি মঙ্গল, জলকেলি, কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দিরের কীর্তন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শীতল চন্দ্র দাস জানান, সকলের সার্বিক সহযোগিতায় ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দিরে গীতা পাঠ, মহা নামযজ্ঞ, লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।
আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার সাহা জানান, কলি যুগের মুক্তির একমাত্র পথ হরিনাম কীর্তন। এই অনুষ্ঠান থেকে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করি।
কোষাধক্ষ্য বিজয় কৃষ্ণ সাহা বলেন শান্তি, সম্প্রীতি ও মুক্তির পথ পেতে ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় এ কীর্তনের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন। ছিকলিয়া দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব সাহা বলেন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে ঐশ্বরিক শান্তির সাথে সংযোগ স্হাপন করতে সাহায্য করে ও মুক্তির পথ পাওয়া যায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31