
আলমডাঙ্গা তহ বাজার আশার আলো সমিতির সভাপতি ও সেক্রেটারি স্বেচ্ছায় পদত্যাগ করেছে বলে জানা যায়। বেল১১ টায় সভাপতি ইয়ামিন হোসেন ও সম্পাদক রাশেদুল ইসলাম তহ বাজার সংলগ্ন সমিতির অস্থায়ী কার্যালয়ে,পদত্যাগ পত্র জমা দেন।এ সময় সকল সদস্যকে হিসাব নিকাশ বুঝিয়ে দেন।
সদ্য পদত্যাগ করা সভাপতি ইয়ামিন হোসেন বলেন, ২০১৫ সালে ফেব্রুয়ারি মাসে এই সমিতির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তিনি এ দায়িত্ব পালন করেছেন বলে জানান।
২৪২জন সদস্যের এই সমিতির কাঁচামাল ব্যবসায়ী মুদী ব্যবসায়ী ও তহ বাজার সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ীরা এ সমিতির সদস্য বলে জানান।
১০তম বছরের হিসাব নিকাশ সমিতির সবাইকে বুঝিয়ে তিনি অব্যাহতি নিলেন বলে জানান। তিনি আরো বলেন, যদি ইসলামী শরিয়া ভিত্তিক নিয়মে সমিতি চলে তাহলে আমি দায়িত্ব নিতে রাজি আছি।আমি পর্যায় ক্রমে ১০টি বছর আলমডাঙ্গা তহ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে যে ভালো বাসা পেয়েছি তা কখনো ভুলবো না।
সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম োবলেন, অত্যন্ত ভালোবাসি আলমডাঙ্গা তহ বাজার ব্যবসায়ীদের,আমার কাছে মনে হয় এরা আমার অনেক আপনজন,আমার সবচেয়ে ভালো লাগার জায়গা আলমডাঙ্গা তহ বাজার, তাই বিদায় লগ্নে আলমডাঙ্গা তহবাজারের ব্যবসায়ীদের শুভ কামনা করে একটি কথায় বলবো সব সময় হালাল ভাবে ব্যবসা করবেন এবং আল্লাহুর প্রতি ভরসা রাখবেন ১০ বছর চলার পথে আপনাদের কাছে ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন।
উল্লেখ্য সমিতিটি বিভিন্ন সময় ব্যবসায়ীদের অর্থনৈতিক সাহায্য ছাড়াও একে অপরের বিপদে কাজ করতে বলে জানা যায়।










