
তৌহিদ : মাগুরা জেলা প্রশাসন যে কোন মূল্যে পলিথিন ব্যবহার বন্ধে বদ্ধ পরিকর। এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিপূর্বে প্রশাসনের পক্ষ থেকে যে কোন ব্যক্তি পলিথিন জমা দিয়ে পুরস্কার জিতে নিয়েছে।
বুধবার ২৯ জানুয়ারী মাগুরা পুরাতন বাজারে পলিথিন ব্যবহার, বিক্রি ও সংরক্ষণ কারীদের বিষয়ে এক অভিযান পরিচালনা করা হয়। পুরাতন বাজার এলাকার ডিম ব্যবসায়ী বিকাশ। ডিমের ব্যবসার পাশাপাশি নিষিদ্ধ পলিথিন বিক্রি করতেন। অভিযান পরিচালনা কালে তার কাছ থেকে ৫৪ কেজি পলিথিন জব্দ ও ৫000 টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে এই ব্যবসা করবেনা মর্মে সাক্ষীর উপস্থিতিতে জবানবন্দি নেয়া হয়। ঐ বাজারের আরেকটি গোডাউনে অভিযান পরিচালনা করতে গেলে ব্যবসায়ী পালিয়ে যান। তবে প্রশাসনের চেস্টা অব্যাহত রয়েছে। তথ্যের ভিত্তিতে পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযান পরিচালনার সময় প্রশাসনের পক্ষ থেকে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়।










