
ইমদাদুল ইসলাম রনি : কুমিল্লা জেলা সদর উপজেলার আশরাফপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গরীব ও অসহায় ছাত্রদের মাঝে শীত বস্র বিতরণ ও অন্যান্য সহযোগিতা করে Apex Club Of Silk way Service Programme এর পক্ষ থেকে সারভিস ডিরেক্টর (সাবেক এজিপি) এডভোকেট কৌশিক সরকার এবং President এডভোকেট সিএম আহাদ & floor member এডভোকেট আশিকুর রহমান এবং রাসেল আহমেদ।
এডভোকেট কৌশল সরকার বলেন- এতিম বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা যেন ভবিষ্যতে এরকম সাহায্য সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে থাকতে পারি,সেই প্রত্যাশা করি।
ভিউ: ৩৪৫










