
আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সকলের পরিচিত মুখ মোহাম্মদ আকুল হোসেন ওরফে (আকুল পাগল) (৩৫)। গতকাল (২৬ জানুঃ) রবিবার সকাল সাতটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুর দুইটার সময় গোবিন্দপুর জান্নাতুল নাঈম কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে আকুল পাগল একজন সাদা মনের মানুষ ছিল। তার পকেটে অনেক সময় টাকা থাকতো, তার কাছে টাকা থাকলে,কেউ টাকা চাইলে পকেট থেকে বের করে দিতো। তাকে মসজিদে নামাজে অংশগ্রহন করতে দেখা গেছে। শীত নিবারনের জন্য রাত্রি আগুন জ্বেলে ঘরের উষ্ণতা বৃদ্ধি করতো।কিছুদিন আগে গায়ের চাদরের মাধ্যমে দেহে আগুন লেগে ঝলসিয়ে যায়।কয়েকদিন থেকে কষ্ট পেয়ে মারা গেছে বলে জানা গেছে।
তার জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিউ: ৩৬৯










