
আলমডাঙ্গার মহুরা সমিতির সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চলের আলমডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক গোলাম সরোয়ার সদু র বাবা সুন্নত মুহুরী (৭০) মৃত্যুবরণ করেছে( ইন্নালিল্লাহি………রাজিউন)। বেশ কিছুদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন, কয়েকদিন আগে কুষ্টিয়া মান্নান হার্ট ফাউন্ডেশনে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সুন্নত মুহুরী দীর্ঘদিন আলমভাঙ্গা মুহুরী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। শুক্রবার বাদ জুম্মা প্রাগপুর-ওসমান আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তার গ্রামের বাড়ি প্রাগপুর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
তার জানাজার নামাজে ইমামতি করান প্রাগপুর জামে মসজিদের খতিব হোসাইন আহাম্মেদ।
জানাযায় উপস্থিত ছিলেন, দৈনিক পশ্চিম অঞ্চলের সম্পাদক আজাদ মালিথা, দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রুবায়েত বিন-সুস্থির, হারদীর এম এস জোহা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান মিজাসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ মুসল্লিরা।
মৃতকালে তিনি স্ত্রী, কন্যা ও পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।










