
একই দিনে পৃথক পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৮ জন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। চুয়াডাঙ্গার মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ,দুপুর তিনটা আলমডাঙ্গা শহরের আনন্দধাম রোডস্থ শিলা সিনেমা হলে নিকটবর্তী ইট ভর্তি পাওয়ার টিলার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাওয়ার টিলার ড্রাইভার সহ মোটরসাইকেল আরোহী গোবিন্দপুর মন্ডলপাড়া আকবরের ছেলে রবজেল (৬০)গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সিদ্দিক মাস্টার ফায়স আলমডাঙ্গা শহরের ফায়ার সার্ভিস এলাকায় প্রাইভেট পড়াতে যাওয়ার সময় এ ঘটনা দেখতে পান।
এছাড়াও উপজেলার হাউসপুর এলাকায় আলম সাধু ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন গুরু তারা আহত হওয়া তার পা পর্যন্ত কেটে ফেলা হয়েছে বলে জানা যায়।
গতকাল পৃথক পৃথক এই দুর্ঘটনায় সর্বমোট আটজন আহত হলেও কোন নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে গতকাল সকালে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ(৪৫) স্কুলে যাওয়ার পথে বগাদি মাদ্রাসার সামনে তাঁর মোটরসাইকেল একটি আলমসাধুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন কুয়াশার কারণে সড়কের দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অপারেশন সম্পন্ন হয়েছে, এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আলমসাদুর ড্রাইভার ও তার সহযোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।










