
মো:জাহিদুল ইসলাম ; গত ১৮ ডিসেম্বর কিশোর গ্যাংয়ের হাতে নৃশংসভাবে খুন হোন ঔষধ ব্যবসায়ী শামীম।
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচারের দাবিতে ২২ জানুয়ারি সকাল ১১টায় দু’ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে দারিয়াপুর বাজার এলাকায় সড়ক অবরোধ করা হয়।
সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন, নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।বক্তারা বলেন আগামী ৭ দিনের মধ্যে আসামি গ্রেফতার না হলে sp অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।
বক্তারা শামীম আহমেদ হত্যার সাথে জড়িত কিশোর গ্যাং নেতাসহ আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেনও শামীমের বাবা বলেন,আমার ছেলের হত্যাকারীদের এখনো গ্রেফতার করতে পারছে না প্রশাসনের গাফেলতির কারণে, আসামিদের গ্রেফতার ও প্রশাসনের গাফিলতির প্রতিবাদে আজ মানববন্ধন করেন এলাকারবাসী। অবরোধের ফলে ওই সড়কে সবধরণের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম শাহীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন।










