
জাবির আহম্মেদ জিহাদ : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৪০ তম হয়েছেন জামালপুরের সন্তান মোঃ মনিরুল ইসলাম। তিনি এই পরীক্ষায় দেশব্যাপী ৪০ তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।যা তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলস্বরূপ।মনিরুল ইসলাম তার এসএসসি পরীক্ষা দিয়েছেন সরকারি নেকজাহান পাইলট হাই স্কুল এন্ড মডেল কলেজ থেকে এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন সরকারি বিজ্ঞান কলেজ থেকে। তার এই সাফল্য ইসলাপুরের জন্য এক বিশাল গৌরবের বিষয়।স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ১৯ জানুয়ারি (রোববার) বিকাল ৪টায় ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০ এবং পাসের হার ছিল ৪৫.৬২ শতাংশ। এ বছর মোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেন, এর মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন।মনিরুল ইসলামের পিতা, চিনাডুলি এস.এন উচ্চ বিদ্যালয়ের মৌলবি শিক্ষক, তার ছেলের সাফল্য নিয়ে বলেন, “আমরা পরিবারের সবাই গর্বিত মনিরুলের সাফল্যে। সে আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তার এই সাফল্য শুধু তারই নয়, বরং আমাদের এলাকারও গর্ব। আমরা জানি, মনিরুল তার লক্ষ্যে পৌঁছতে আরো অনেক বড় সাফল্য অর্জন করবে।” মনিরুল ইসলাম একদিকে তার পরিবারের গর্ব, অন্যদিকে পুরো ইসলামপুর উপজেলার জন্য অনুপ্রেরণার এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তার ভবিষ্যত উজ্জ্বল ও প্রতিশ্রুতিশীল, এবং আশাকরি সে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বছর দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩৬.৮৭ শতাংশ ছেলে ও ৬৩.১৩ শতাংশ মেয়ে পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।এমবিবিএস ভর্তি পরীক্ষার এই সাফল্যের মাধ্যমে মনিরুল ইসলাম ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।










