পিরোজপুরে বিরোধের জেরে সেনা সদস্যকে প্রতিবেশী কর্তৃক কুপিয়ে জখম
Spread the love

মোঃ নুরুজ্জামান খোকন : অদ্য ১৯ জানুয়ারি (রবিবার)২০২৫ তারিখ, সকাল আনুমানিক,৩ঃ৫০ –৪ঃ৩০ ঘটিকার সময়, পিরোজপুর জেলার সদর উপজেলাধীন রানীপুর বাইপাস মোড় এলাকার আইসক্রিম ফ্যাক্টরির সামনে,১বীর রামু সেনানিবাস কক্সবাজারে কর্মরত সার্জেন্ট মোঃ মিরাজ শিকদার (৪০), পিতা:-সালাম শিকদার, সাং-ফলইবুনিয়া,ওয়ার্ড নং-০৪, ডাকঘর- জোলাগাতী থানা :- কাউখালী,জেলা:- পিরোজপুর।তিনি বর্তমানে নিজ বাড়িতে ছুটিতে থাকাকালীন সময়ে ফুফাতো ভাই মোঃ মিঠু খন্দকার(ফরিদপুর ব্রাক এনজিওতে কর্মরত) কে ভিকটিমের নিজ বাসা হতে পিরোজপুর সদরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ঘটনাস্থলে (ভিকটিমের ভাষ্য মতে), মোঃ রিজভী(৩৫),পিতা: মো: আলী, ঠিকানা- পিরোজপুর ফায়ার সার্ভিস এর পাশে,মো: মামুন হাওলাদার(৪৫),পিতা-মৃত সত্তার হাওলাদার,সাং- শংকরপুর,জোলাগাতী,কাউখালী,পিরোজপুর। অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে কুপিয়ে ভিকটিম ও মিঠু খন্দকার কে গুরুতর জখম করে।
পরবর্তীতে ভিকটিম কে সঙ্গে থাকা মিঠু খন্দকার দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা সিএমএইচ এ রেফার্ড করেন।

পরবর্তীতে কাউখালী থানা পুলিশ ভিকটিম ও বিবাদীর বাড়ী থেকে বিবাদী পক্ষের ০৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসে যথাক্রমে,মোঃ রফিকুল ইসলাম(৩০)পিতা: মালেক খন্দকার।বেবি খাতুন(৩৫)স্বামী: খলিল খন্দকার। ইভা খাতুন (৪৯) পিতা: মামুন। হাসিনা খাতুন (৩২)স্বামী: হানিফ সর্ব সাং- ফলইবুনিয়া,জোলাগাতী,কাউখালী, পিরোজপুর।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে ভিকটিম ও বিবাদীর বসতবাড়িতে পিরোজপুরে দায়িত্বরত মেজর আশরাফুল ইসলাম (৩৫) বীর তার নেতৃত্বে সঙ্গীয় সেনা সদস্যসহ এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান সঙ্গীয় ফোর্স সহ পরিদর্শন ও অবস্থান করেন।

এ বিষয়ে কাউখালী থানা ইনচার্জ মোঃ সোলায়মান জানান,যেহেতু ভিকটিম একজন সেনা সদস্য,বিষয়টি তদন্ত চলছে, অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত সেনা সদস্য বাৎসরিক ছুটি কাটানোর উদ্দেশ্যে ৬০ দিনের ছুটিতে গত ০৫ জানুয়ারি ২০২৫ থেকে–০৫ মার্চ ২০২৫ পর্যন্ত, নিজ জন্মস্থান কাউখালীতে অবস্থান করছিলেন।উল্লেখ্য, ভিকটিম ও ভিকটিমের পরিবারের সাথে বিবাদী মামুন ও রিজভী উভয়ের শ্বশুর মোঃ হালিম সিকদার(৬০) ভিকটিমের চাচা এর সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে।
ধারণা তারই জের ধরে আজকের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31