
তরিকুল মোল্লা ; বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন এলাকার বুড়বুড়িয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে লন্ডন প্রবাসী বিলাস হালদার ফাউন্ডেশন’র উদ্যোগে দল-মত ও ধর্ম বর্ন নির্বিশেষে কয়েকশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। বিএনপি নেতা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবু হোসেন পনি ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে সুন্দরবন ইউনিয়নে সাবেক ইউপি সদস্য বাবুল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ বিশ্বাস, শিক্ষক পুষ্পজিত মন্ডল , গৌতম মজুমদার, বিএনপি নেতা হানিফ হাওলাদার, বিএনপি নেতা ওবায়দুল শেখ, যুবদল নেতা মারুফ হাওলাদার, পংকজ মিস্ত্রি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, এবার শীতের শুরুতেই হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। মোংলায় অনেক নিম্ন আয়ের অসহায় দুস্থ লোক শীতের কাপড় কিনতে পারছেনা। এ অবস্থায় লন্ডন প্রবাসী বিএনপি নেতা বিলাস হালদার তাদের পাশে দাড়িয়েছেন । ভবিষ্যতে তিনি যেন এ অঞ্চলের অসহায় গরীব মানুষের পাশে দাড়ান সেই আহবানও জানান বক্তরা।
শীত বস্ত্র নিতে আসা লক্ষী মজুমদার ও পরিমল মল্লিক জানান, এবার গ্রামে খুব শীত পড়েছে। জিনিষপত্রের দাম এখন আগের থেকে বেশি। শীতের কম্বল কেনা সম্ভব ছিলনা। এই কম্বল দিয়ে শীতের কষ্ট থেকে বাঁচতে পারব। শীত বস্ত্র কম্বল পেয়ে তিনি বিলাস হালদার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।










