নওগাঁর পত্নীতলায় লোকালয়ে বানর দেখে উৎসুক জনতার ভীড়, মানুষের হাতে খাবার খেলো বানর
Spread the love

উজ্জ্বল কুমার সরকার  : নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরশহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দুটি বানর। কোথা থেকে কিভাবে এসেছে তা জানতে না পারলেও ভালোবেসে তাকে আপন করে নিয়েছে শহরবাসী সবাই তাদের রুটি, কলা, বাদাম খেতে দিচ্ছেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ডের ধামইররোড এলাকায় উত্তারা ব্যাংক ভবনে একটি এবং মুগ্ধ স্কয়ার পাতাল মার্কেটের সামনে টিনের উপর বসা ১টি বানর দেখে উৎসুক জনতার ভীড় জমে কেউ তাকে কলা, কেউ পাওরুটি আবার কেউ বাদাম খেতে দিয়েছেন সে খাবার গুলো ভালভাবে মানুষের হাত থেকে নিয়ে খাচ্ছিল। স্থানীয়রা জানান, মাঝেমধ্যে নিজুপর শহরে বা গ্রাম এলাকায় পোষ মানানো শেকলে বাঁধা বানরের বিভিন্ন ধরনের খেলা দেখেছেন অনেকেই। তবে এভাবে বানরের অবাধে আনাগোনা খুব কমই চোখে পরে । লোকালয়ে এভাবে বানর দেখে উৎসুকজনতা ভীড় করছেন, বিশেষ করে বানরটির উপস্থিতিতে শিশুদের আনন্দ বেড়ে গেছে। তবে কেউ কেউ ভয়ও পায়; তাই তারা একটু নিরাপদ দূরে থেকে দেখে, আর খাবার দেয়। তাদের ভালো বাসার এসব খাদ্যসামগ্রী কোনোরকম বাঁদরামি ছাড়া শান্তভাবেই গ্রহণ করছে ওরে বুনো এই প্রাণী দুটি। প্রত্যক্ষদর্শীরা জানান দুটি বানর দিনের বেলা খাবারের জন্য ঘোরার পাশাপাশি বিভিন্ন স্থানে গাছ,টিনের চালা, দেয়াল কিংবা ভবনেরকার্নিশে অবস্থান করছেবাসা-বাড়ির বাউন্ডারি দেয়াল, ছাদ দিয়ে চলাচল করছে। রাতে কোন ঝোপঝারে লুকিয়ে যায়। তবে বানর দুটি এখনও কারো কোনো ক্ষতি করেনি এবং কোনো অঘটনও ঘটায় নাই। পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন শীল বলেন প্রতিবছর শীতের সময় এরকম দলছুট বানর দেখা যায় সম্ভবত এই বানরগুলো পঞ্চগর হিলি ওই দিক থেকে দলছুট হয়ে পাথরের ট্রাকে চলে আসে আমাদের এদিকে। এই বানরগুলোকে কেউ বিরক্ত বা মেড়ে ফেলবেন না। ওদের বিরক্ত না করলে তারাও কারো কতি করবে না। দু-একদিন থেকে আবার কোন এলাকায় চলে যাবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31