স্বাস্থ্যখাত সংস্কারে মেডিকেল স্টুডেন্টস ফোরামের ৫৩ দফা প্রস্তাবনা।
Spread the love

মোঃ হানিফ বিন রফিক : ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের অবসানের পর গণমানুষের বিপুল আশা-আকাঙ্খা ও সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অর্ন্তবর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন তাদের মধ্যে একটি। দেশের সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে স্বাস্থ্য খাতের যথাযথ সংস্কার প্রয়োজন। সংস্কারের মাধ্যমে একটি টেকসই স্বাস্থ্যখাত গঠনে জাতীয় মেডিকেল স্টুডেন্টস ফোরাম ৫৩ দফা প্রস্তাবনা প্রদান করেছে। জাতীয় মেডিকেল স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক রিফাত হাসানের সঞ্চালনায় খালিদ হাসান আরাফাতের সভাপতিত্বে আজ ০৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে জাতীয় মেডিকেল স্টুডেন্টস ফোরাম-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কর্তৃক স্বাস্থ্যখাত সংস্কারের নিমিত্তে গঠিত সংস্কার কমিশন ও উপদেষ্টা পরিষদে ৫৩ দফা ‘স্বাস্থ্যখাত সংস্কার প্রস্তাবনা’ উপস্থাপন করে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতৃবৃন্দ। ৫৩ দফা সংস্কার প্রস্তাবনায় সমন্বিত শিক্ষা কারিকুলাম চালু করা এবং এর আওতায় এনাটমি, ফিজিওলজি, বায়ো কেমিস্ট্রি, প্যাথলজি, মেডিসিন, সার্জারি সমন্বয় করে কারিকুলাম প্রণয়ন করা। নতুন কোনো মেডিকেল কলেজ স্থাপন বন্ধ রাখা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের সকল প্রকার দলীয় লেজুরবৃত্তিক রাজনীতি বন্ধ রাখা সহ অন্যান্য প্রস্তাবনা উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফোরামের মডারেটর রাগিব ওমর রাসেল, সহকারী পরিচালক মশিউর রহমান (শেরে বাংলা মেডিকেল কলেজ ৫১তম ব্যাচ), সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (শেরে বাংলা মেডিকেল কলেজ ৫৩তম ব্যাচ), সংগঠন ব্যবস্থাপনা সম্পাদক মাহীদুল ইসলাম নাহিদ (ময়মনসিংহ মেডিকেল কলেজ), প্রশিক্ষণ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জহির(সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), অর্থ ও কল্যাণ সম্পাদক ওসামা আল মারুফ (এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর), দক্ষতা উন্নয়ন সম্পাদক আমির হামজা (মুন্নু মেডিকেল কলেজ), ভর্তি শিক্ষা ও সহায়তা সম্পাদক মোহাম্মদ নাহিদ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ), আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পাদক ইমাম আদিল (নোয়াখালী মেডিকেল কলেজ) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবদুল্লাহ আল নোমান (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), চিকিৎসা সেবা সম্পাদক মারুফ সরকার (ঢাকা মেডিকেল কলেজ) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31