
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে মাগুরাতে তারুণ্যের উৎসব-২০২৫ বিতর্ক প্রতিযোগিতা ও বিচারকার্য সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো।
মঙ্গলবার ৭ জানুয়ারি মাগুরা জেলা প্রশাসনের বাস্তবায়নে ও আদর্শ বিতর্ক সংঘ (এমআইডিএস) এর সহযোগিতায় মাগুরা সদর উপজেলা সম্মেলন কক্ষে সকাল ১০ টায় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,নাইমুরের মাধ্যমে মাগুরা জেলা সাংগঠনিক বিতর্কে বাংলাদেশে প্রথম হয়েছে। আমরা বিতর্ক প্রশিক্ষণের জন্য একজন দক্ষ সংগঠককে পেয়েছি। তা নাহলে আমাদেরকে অন্য জেলা থেকে প্রশিক্ষক ধার করে আনতে হতো। ডিভেট তাদের কাজ করার পাশাপাশি একেকজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব বহন করে।সদর উপজেলা নির্বাহীকর্মকর্তা ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
মাগুরার ছেলে ন্যাশনাল ডিভেট ফেডারেশনের যুগ্ম-মহাসচিব নাইমুর রহমান দূর্জয় বলেন আমরা ডিভেডে ৬৪ জেলার মধ্যে প্রথম স্হানে আছি। ডিবেড সর্ব প্রথম শুরু হয় ১৯৭৬ সালে আর তা ১৯৯৪ সালে এসে পূর্ণতা লাব করে বলা য়ায় তখন থেকে ডিভেডের স্বর্ণ যুগ শুরু হয়।তবে অন্যান্য খেলাধুলায় সরকার যেভাবে পৃষ্ঠপোষকতা করে ডিভেডে তার পরিমান নিতান্তই সামান্য আশা করি আগামীতে সরকার ডিভেডের প্রতি গুরুত্ব দিবেন।










