
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর থেকে অপহরন হওয়া বিশিষ্ট ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) রাত ১ টায় বাউফল উপজেলার কচুয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।বাউফল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ‘আনুমানিক রাত ১ টার দিকে আমরা শিবু বনিককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিনি সুস্থ এবং নিরাপদে আছেন৷এদিকে পুরো ঘটনার বিস্তারিত এবং আটক হওয়া আসামীদের বিষয়ে সোমবার দুপুরে বাউফল থানায় সংবাদ সম্মেলন করবেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।উল্লেখ্য, গত ৩ জানুয়ারী রাতে বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিকের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে অস্ত্রের মুখে তাকে অপহরন করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর শিবু বণিককে দ্রুত উদ্ধারের দাবিতে গত রোববার সকালে কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ী এবং এলাকাবাসী।










