
কাজী আহসানুল হাবিব : গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার চান্দরা উত্তরপাড়া এলাকায় ঈদগাহ মাঠে শুক্রবার বিকালে ড. ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর, উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌর বিএনপি সহ শ্রম বিষয়ক সম্পাদক হাজী মোঃ আব্দুল মান্নান দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগ সরকার বিএনপির নেতাদের হামলা- মামলা দিয়ে নির্যাতন করেছে।বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আপনারা জানেন এই ১৭ বছরে হাজার হাজার নেতৃবৃন্দকে অত্যাচার করা হয়েছে, গুম করা হয়েছে তারপরও তারা বিএনপিকে ধ্বংস করতে পারেনি। তারা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর নাম মুছে দিতে চেয়েছিল কিন্তু পারেনি। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে কিন্তু মানুষের উন্নয়নের কথা চিন্তাও করেনা, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না। আমি কালিয়াকৈরের সব মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই। বিএনপি চাঁদাবাজি করে না। আমারা সকল মানুষকে নিয়ে এক সাথে দেশের জন্য কাজ করতে চাই। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সভাপতি জলিল মন্ডল, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রহমান শেখ, কালিয়াকৈর ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান, সমাজ কল্যাণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি , জাতীয়তাবাদী নাগরিক আন্দোলন, মোহাম্মদ তানভীর আহম্মেদসহ ৭নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছাত্র জনতার গন অভ্যুথানের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।










