
আলমডাঙ্গা ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের তাৎপর্য এবং ৫৩ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় আলমডাঙ্গা লায়লা কনভেনশন হলে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নুর মোহাম্মদ টিপু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,প্রধান আলোচক শাফায়েতুল ইসলাম হিরো।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত -হাফেজ বিল্লাহ মাহাদী।
নওলামারি মাদ্রাসার শিক্ষক শাহিন সাহিদের উপস্থাপনায়, উদ্বোধনী বক্তব্য রাখেন- আলমডাঙ্গা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক,প্রভাষক মুস্তাফিজুর রহমান তসলিম। তিনি ফাউন্ডেশনের এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন।
বক্তব্য রাখেন রুপালী ব্যাংকের ম্যানেজার আব্দুল খালেক,আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম,আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, লিয়াকত টাওয়ার স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ডা: লিয়াকত আলী, এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, , যুগ্ম সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, প্রচার সম্পাদক জাফর জুয়েল, আইটি বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল শাওন, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়াবিদ আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবক শরিফুল ইসলাম পিন্টু ।










