পিরোজপুরে জামায়াতে ইসলামীর দীর্ঘ বিজয় র‍্যালী
Spread the love

মো: নুরুজ্জামান খোকন :
পিরোজপুর জেলা সদরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১৬ডিসেম্বর-২০২৪ “মহান বিজয় দিবস” উদযাপন উপলক্ষে, বাংলাদেশ জামায়াতে ইসলামী,আনুমানিক দীর্ঘ তিন কিলোমিটার বিজয় র‌্যালি শেষে দলটি শান্তিপুর্ন ভাবে সকল নেতা কর্মীর উপস্থিতিতে আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি করেন। সোমবার(১৬ডিসেম্বর) ২০২৪ সকাল ৯:৩০ টায়, পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে বিজয় র‌্যালি শুরু করে সিওঅফিস মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাপড়িয়া পট্টিতে র‍্যালীটি শেষ করে,উক্ত স্থানে জামায়াতে ইসলামীর নতুন সাংগঠনিক কার্যালয় উদ্বোধন করা হয়।

অতঃপর জেলা জামাতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে,জেলা সেক্রেটারি মোঃ জহিরুল হক এর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা শুরু করা হয়।

পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন,পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ,সহকারী সেক্রেটারি জেনারেল শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা জামায়াতের আমীর সিদ্দিকুর রহমান,পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খাঁন,জেলা ওলামা বিভাগের সভাপতি মুফতি আব্দুল হালিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সহসভাপতি গোলাম মোস্তফা মুসা,জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

এসময় বক্তারা বলেন,দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্রক্ষমতায় এসেছেন তারা ফ্যাসিবাদ কায়েম,বৈষম্য সৃষ্টি ও জাতিকে বিভক্ত করতে ব্যস্ত। এছাড়াও দলীয় স্বার্থে গুম-খুন,লুটপাট,মিথ্যা মামলা,সীমাহীন দুর্নীতি ও অনিয়ম করে নিজ দলের নেতাকর্মীদের সুবিধা দিয়েছেন। বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার জনগণের বাকস্বাধীনতা হরণ করে একনায়কতন্ত্র ও দেশকে কারাগারে রুপান্তর করেছিল। তারা ভারতের প্রেসক্রিপশনে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে দেশ প্রেমিক নিরপরাধ আলেমদের ফাঁসি দিয়েছে। এসময় বক্তারাআরো বলেন,শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে দেশকে কলঙ্কমুক্ত করতে তার ফাসির দাবি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31