
মোঃ মনির মন্ডল,সাভারঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মাত্র কয়েক প্রহর পরই মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসবেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অনেকেই। এ লক্ষে স্মৃতিসৌধকে ঢেলে সাজিয়েছে গণপূর্ত বিভাগ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সহ সকল কার্যক্রম। সাজসজ্জা দেখতে স্মৃতিসৌধের সামনে ভীর করছেন অনেকেই।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধায় স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে পুরো এলাকায় রঙিন বাতির সমাহার। মূল ফটক থেকে বেদি পর্যন্ত লাল, সবুজ ও নীল আলোকবাতি দিয়ে আলোক সজ্জায় সজ্জিত পুরো এলাকা। সৌধের প্রতিটি ফটকেই লাল, নীল হলুদসহ নানা রঙের বাতি শোভা পাচ্ছে।
স্মৃতিসৌধের মূল ফটকের সামনে গিয়ে দেখা যায়। সেখানে ভীর জমিয়েছেন নানা পেশাজীবী মানুষ। কেউ বন্ধুদের নিয়ে এসেছেন কেউবা পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। অনেকেই বর্ণিল আলোক সজ্জার সামনে ক্যামেরা বন্দি করে নিচ্ছেন নিজেদের।
এছাড়া লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। অভ্যন্তরে বিভিন্ন গাছ, স্থাপনা










