
তৌহিদ ; বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার রাঘবদাইড় ইউনিয়নের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর মাগুরার দক্ষিণ মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মাগুরা সদর উপজেলার ৬ নং রাঘবদাইড় ইউনিয়ন আমীর মাষ্টার আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমীর অধ্যাপক এম বি বাকের, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সহকারী সেক্রেটারি আব্দুল গাফ্ফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা সদর উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা যুব সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম। এ সময় বক্তারা বলেন, সারাদেশের মানুষ আজ সৎ লোকের শাসন চাইছে,কেননা তারা দীর্ঘদিন ধরে ন্যায় বিচার থেকে বঞ্চিত । আর দেশে ন্যায় বিচার ও সৎ লোকের শাসন ব্যবস্হা কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নাই। কাজেই আমাদের সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে থেকে ইসলামী সমাজ ব্যবস্হা প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করে যেতে হবে। তাহলে সকলে মিলে একটি কল্যানকর রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।










