
মো গোলাম কিবরিয়া: নড়াইলে নবাগত সিভিল সার্জনের সাথে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির একমত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় নড়াইল জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে ক্লিনিক মালিক সমিতির সভাপতি বিদ্যুৎ বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাদ রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোঃ আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুব্রত কুমার, কালিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডা: আব্দুর রশিদ মিয়া, ডাক্তার শুভাশিস কুমার,ও নড়াইল জেলা লোহাগড়া উপজেলা ও কালিয়া উপজেলার সকল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের মালিকগণ এ সময় উপস্থিত ছিলেন। ক্লিনিক মালিকগণ প্রধান অতিথি সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুর রশিদসহ সকল ডাক্তারদের ফুলের শুভেচ্ছা জানান। সিভিল সার্জন ডা: মোঃ আব্দুর রশিদ বলেন উপস্থিত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিকগন আপনারা সরকারি সকল নিয়ম মেনে প্রতিষ্ঠান চালাবেন, নিয়ম-নীতির ব্যত্যয় ঘটেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।










