
স্বামীর বাড়িতে নববধূ রেশমা’র আত্মহত্যায়, লাশ দাফনের ৪ দিন পর রেশমার পক্ষে বাদী হয়ে মামলা করলেন তার মা রুশিয়া খাতুন।
গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা থানায় রেশমার স্বামী রিপন,দেবর,দুই ভাসুর ও শাশুড়ির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আত্মহত্যা য় প্ররোচনা সহ যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়।
আলমডাঙ্গা ডাউকি গ্রামের মন্ডলপাড়ার মৃত শের আলী বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম রিপন (৩৭) সাথে একমাস আগে বিয়ে হয় রেশমা খাতুনের।
উল্লেখ্য গত শুক্রবার রেশমার শশুর বাড়িতে তার ঝুলন্ত লাশ দেখে প্রাথমিকভাবে সবাই আত্মহত্যা ধারনা করে ময়না তদন্তের পর লাশ দাফন করা হয়।
ভিকটিমের পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবতা ফাউন্ডেশন
এলাকাবাসীর মুখে আত্মহত্যার প্ররোচনার বিষয়টি জানতে পেরে,আইনি সহায়তার জন্য চুয়াডাঙ্গা পলাশপাড়াস্থ মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার এর শরণাপন্ন হন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুলনা তে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার মিটিং এ যাওয়ায় মামলাটি গ্রহণ করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) উপপরিদর্শক আজগর আলী। বাদী’ র অভিযোগ আসামীদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হলেও, পুলিশ আমলে না নিয়ে , উল্টো ভিকটিম কে নানা ভাবে দোষারোপের চেষ্টা করছে। মামলা টি দ্রুত এফ আই আর হিসেবে গ্রহন করে,আসামীদের গ্রেফতার পূর্বক যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ভিকটিমের পিতা মাতা চুয়াডাঙ্গার পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানবতা ফাউন্ডেশন ভিকটিমের ন্যায় বিচার প্রাপ্তির যাবতীয় আইনি সহায়তা দেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।










