নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
Spread the love

তপন দাস :নীলফামারীতে পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন।
সোমবার সকালে ও দুপুরে নীলফামারীর পৃথক দুটি স্থানে এবং নীলফামারীর ডোমারে গতকাল দুপুরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৭ জনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং জেলার ডিমলা উপজেলায় গতকাল রাতে ডিমলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় একজন।

আজ সোমবার সকালে নীলফামারীর সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুট মিলের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আলমগীর হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়াও সদর উপজেলার গাছবাড়ি রেললাইনে অজ্ঞাত এক বৃদ্ধা রেলে কাটা পড়ে নিহত হয়। এছাড়াও গতকাল রাতে ডিমলার ডিমলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । এবং গতকাল দুপুরে জেলার ডোমার উপজেলার পঙ্গা মটুক পুর থেকে গোমনাতি সড়কে ৩টি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আহত ৭ জনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুলবুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়।

বিষয় টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম বলেন গতকাল ৩টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । এবং এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সদর থানার অফিসার ইনচার্জ ওসি এম আর সাইদ বলেন সকালে সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুট মিলের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয় এক যুবক । তবে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031