
মোঃ মুনাইম হোসেন : ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে জীবননগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তওহীদি জনতার উদ্যোগে পৌর এলাকার হাইস্কুল পাড়া জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পান বাজার জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে।
ভারতের উগ্রপন্থিরা আগরতলাস্থ বাংলাদেশের উপহাইকমিশনে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে।
বাংলাদেশের ছাত্র-জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, আদালত হলো বিচার পাওয়ার জায়গা। সেখানেই যদি একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়, তা দেশের মানুষের জন্য আশঙ্কার বিষয়। আবার দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে, সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার অপচেষ্টা করছে। এমন অবস্থায় বর্তমান সরকারকে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ হাসানুজ্জামান, মকলেছুর রহমান রিমন, সোহেল পারভেজ, সাইমুন, আরিফ জোয়ার্দার, আব্দুল্লাহ, হাসান, আশিকসহ সর্বস্তরের জনগণ।










