
এক সময় সরকারি চাকরি ছিলো সোনার হরিন।নানা ধরনের হয়রানি,ঘুষ,সুপারিশ ছাড়া এ চাকরি পাওয়া যেতো না।
সম্প্রতি সবার মুখে কুলুপ এটে মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলো ২৭ জন।বৃহস্পতিবার মাগুরা পুলিশ লাইন ড্রিল শেডে পুলিশ সুপার মিনা মাহমুদা ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।এতে চুড়ান্ত ভাবে ২৭ জনের নাম ঘোষনা করা হয়।যার মধ্যে ৫ জন নারী। এছড়া ৩ জনকে ওয়েটিং লিষ্টে রাখা হয়েছে। এতো সহজ ও হয়রানি ছাড়া চাকরি পেয়ে সকল প্রার্থী ও তার আত্মীয় স্বজনদের খুবই আবেগ আপ্লূত দেখা যায়।এসময় প্রার্থীরা খুশীতে কান্না করে দেয় এবং একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরে। এ সময় পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন,”প্রত্যেক ব্যক্তিবর্গ যদি এভাবে সততার সাথে কাজ করে তাহলে দেশ খুব তাড়াতাড়ি আরো উন্নতির দিকে এগিয়ে যাবে।স্মাট পুলিশ তৈরির জন্য মাগুরাতে স্বল্প ভাবে ২৭ জনকে নিয়োগ দেয়া হলো।এরা সবাই খুব মেধাবী। দেখবেন এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নে কাজ করে যাবে।আর ঘুস ছাড়া যেহেতু চাকরি পেয়েছে সেহেতু এরা সৎ ভাবে চাকরি করবে বলে আমি আশা করছি।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরউজ্জামান জিল্লু,ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান,ডি এস,বি কুষ্টিয়া ও সাংবাদিকবৃন্দ।










