ডিনস আ্যওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষধের ১৩ শিক্ষার্থী
Spread the love

মো: গোলাম কিবরিয়াঃ ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন কলা অনুষদের ১৩ শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২ বিভাগের ১৩জন শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়েছে। ২৪ শে নভেম্বর রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন দর্শন বিভাগের মো. হাইরুল ইসলাম (সিজিপিএ-৩.৪১) ও মোছা. শান্তা খাতুন (৩.৪১), ইতিহাস বিভাগের খালিদ হাসান (৩.৫১), ইংরেজি বিভাগের সাকিব আহমেদ (৩.৬০), বাংলা বিভাগের মো. মাজহারুল ইসলাম (৩.৬৩), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জোহরা আক্তার (৩.৬৩), আরবী বিভাগের মো. আবু তৈয়ব (৩.৮৩), ইসলামিক স্টাডিজ বিভাগের যোবায়ের আলম (৩.৭৮), সঙ্গীত বিভাগের অভিনব সরকার কাব্য (৩.৭৫), নাট্যকলা বিভাগের ফাহিমা খাতুন (৩.৬৪), ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের লিমা খাতুন (৩.৭৮), সংস্কৃত বিভাগের মোসা. সোনিয়া খাতুন (৩.৫৮) এবং উর্দু বিভাগের রেজাউল করিম (৩.৫২)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ্ হাসান নকীব বলেন, কোনো অ্যাওয়ার্ডই ব্যাক্তিগত অর্জন না। তার পিছনে বহু মানুষে অবদান থাকে।আমরা যেন পরিবার, রাষ্ট্র ও সমাজের কারও অবদান না ভুলে যাই। পুরুষ্কার পেয়ে ভালো লাগে। কিন্তু তার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বও বেড়ে যায়। যদি নাগরিক হিসেবে এগুলো ফিল না করা হয়, তাহলে এই পুরষ্কার বৃথা।
সভাপতির বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের উদ্দেশ্য করে বলেন, তোমরা গর্বিত বাবার গর্বিত সন্তান। লেখাপড়াকে উৎসাহ দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। তোমরা যখন চাকরিতে যাবে, তখন তোমাদের এগুলো মনে পড়বে। কবি বলেছেন, তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে তোমাকে কষ্ট করতে হবেই। ছাত্র বা অন্য কিছু হলেও। যারা আজকে ডিনস্ অ্যাওয়ার্ড নিয়ে বেরিয়ে যাচ্ছো, তোমাদের কাছে আমার আবেদন থাকবে, তোমরা যেন তোমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাও। যারা চেষ্টা করবে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। পরিশ্রমী ও মেধাবী হও এবং সৎ পথে নিজেকে পরিচালিত করো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান। এ সময় অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হক-সহ বিভিন্ন বিভাগের কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাবিতে প্রতিবছর একটি শিক্ষাবর্ষে একটি অনুষদের সকল বিভাগে ফলাফলের দিক থেকে প্রথম হওয়া শিক্ষার্থীদের ডিনস্ প্রদান করা হয়ে থাকে। যদিও সকল অনুষদ এখনো এই অ্যাওয়ার্ডটি চালু করতে পারেনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31