
শুক্রবার বিকেলে জামজামী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। পথসভাটি জামজামি বাজার রানা মোড় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
জামজামী ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি রানা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জামজামি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালাম শাহ,তিনি তার বক্তব্য বলেন ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ভাই-বোনদের আত্মত্যাগে আমরা যে স্বাধীনতা ফিরে পেয়েছি। স্বাধীনতা রক্ষা করার জন্য চুয়াডাঙ্গা জেলার মানুষের জন্য তথা সারা দেশের জন্য কাজ করে এমন মানুষ হিসেবে আমি বলবো।
দুর্দিনের কান্ডারী বিপদ আপদের সাথী মাহমুদুল হাসান বাবু খান কে সভাপতি ও শরিফুজ্জামান শরীফ ভাইকে সদস্য সচিব হিসাবে দেখতে চাই।বিশেষ অতিথির বক্তব্যে জামজামী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আলী বলেন এই স্বাধীনতা যেন আর কখনো অপহৃত না হয়, সে জন্য আমাদের সাহসী হতে হবে, সৎ হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় শক্তভাবে দাঁড়াতে হবে। পথসভা ও মিছিলে আরো উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব শামীম রেজা, যুবদল নেতা মিলন রেজা, যুবদল নেতা রাশিদুল ইসলাম,জামজামী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহান আলী,যুবদলের ৮ নং ওয়ার্ড সভাপতি তারিক হাসান,পলাশ,রাহুল,মাসুদ,হাবিবুর, সালাম সহ বিভিন্ন নেতা-কর্মীরা।










