নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ : চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিল(নাচোল, গোমস্তাপুর,ভোলাহাট)এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার২২ নভেম্বর সকাল সাড়ে দশটার সময় নাচোল ইলামিত্র সাংস্কৃতিক চর্চা পাঠাগারে সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল রেজার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সহ-সভাপতি বিএম রুবেল, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, কার্যনির্বাহী সদস্য সানোয়ার জাহান সুমন ও ইসমাইল হোসেন। সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে গঠনমূলক ১০টি সিদ্ধান্ত গৃহীত হয়। তহবিলের মরহুম সদস্য মুহাম্মদ আলীর সঞ্চয় অর্থ এবং তহবিলের ঘোষণাকৃত অর্থ প্রদানের সিদ্ধান্তের বিষয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়।
নাচোল উপজেলার ২’জন ও ভোলাহাট উপজেলার ১’জন নতুন সদস্যকে অত্র তহবিলে সংযুক্ত করার বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবং অপর তিনজন সদস্যকে পর্যবেক্ষণে রাখা হবে, এবং তাদের সকলকে অবহিতকরণ চিঠি পাঠানো হবে। তহবিলের ৩’উপজেলার সদস্যদের নিয়ে ১৪ই ডিসেম্বর, শনিবার ভোলাহাট রামেস্বর মাঠে এক প্রীতি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেয়া হয়। নাচোলের একজন সম্মানিত নির্বাহী সদস্য পদত্যাগ করায় সেই শুন্যপদে নাচোলের সদস্যদের সর্ব সম্মতিক্রমে মনিরুল ইসলামকে নিযুক্ত করা হয়। পরবর্তী মিটিং এর তারিখ ২৮ জানুয়ারি-২০২৫, শনিবার, রহনপুর অফিসে অনুষ্ঠিত হবে। বার্ষিক পুনর্মিলনী অর্থাৎ ফ্যামিলি ডে ২৮শে ডিসেম্বর শনিবার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
গোমস্তাপুর উপজেলায় মেডিকেল চিকিৎসা ক্যাম্প ও নাচোল উপজেলায় চক্ষু শিবির ক্যাম্প আগামী ৩১ডিসেম্বর/২৪ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তৎপরবর্তী মাদকবিরোধী কনসার্ট সন্ধ্যা ৭টায় করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31