
মোঃ তারেক রহমান : সিরাজগঞ্জের শাহজাদপুরে শীতের তীব্রতা বেড়েছে। সন্ধ্যা ও রাতে উত্তরের হিমেল হাওয়ায় শহরে ও গ্রামগঞ্জে জেকে বসেছে পৌষের শীত। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়ায় প্রচন্ড শীত থেকে রক্ষা পেতে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতের দোকানগুলোয় নিম্ন আয়ের মানুষের ভিড় লেগে থাকে। দেখা মেলে উচ্চবিত্তদেরও। ফুটপাতের দোকানিরা জানান, বড়দের একটি সাধারণ সোয়েটারের দাম ১০০ থেকে ৫০০ টাকা, শিশুদের কাপড় ৩০ থেকে ১৫০, মাফলার ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুটপাতের ব্যবসায়ীরা জানান , দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। শীত বেশি হওয়ায় ব্যবসা ভালো হচ্ছে । বড়দের জ্যাকেট, সোয়েটার, কোট, শিশুদের কাপড় পাওয়া যায়, সেগুলোর দাম তুলনামূলক কম হয়। কোনো পোশাকের মূল্য নির্দিষ্ট করা থাকে না। তবে দর কষাকষি ছাড়া পছন্দের পোশাক ক্রেতাদের কেনা সম্ভব হয় না। সব পোশাকের দাম একটু বেশিই চাওয়া হয়। যাতে বিক্রেতারা পুষিয়ে নিতে পারেন।
শীতের পোশাক কিনতে আসা ক্রেতারা জানান , শীত এলে কেনাকাটার ধুম পড়ে। যতই কিনি আরো কিনতে ইচ্ছা করে। বিশেষ করে শিশুদের দিকটা আলাদা। তাদের জন্য দেখেশুনে ভালো শীতের পোশাক কিনতে হয়, ফুটপাতের দোকানগুলোয় শীতের অনেক ভালো পোশাক পাওয়া যায়। দামের দিক দিয়েও মোটামুটি সস্তা।










