
আজিজুর রহমান :
চুয়াডাঙ্গা জেলার জীবননগর সাহিত্য পরিষদে ২১ সদস্য বিষিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
আজ (২১ নভেম্বর) রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময়, জীবন নগর সাহিত্য পরিষদে অনুষ্ঠিত হয় , দীর্ঘ দিন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করে ২১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন করা হয়। জীবননগর সাহিত্য পরিষদের একুশ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নামের তালিকাঃ
সভাপতি: ডাঃ ইছাহক আলী
সহসভাপতি: মোঃ আজিজ হোসেন
সহসভাপতি: মোঃ মাজেদুর রহমান লিটন
সহ সভাপতি : ডাঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস
সাধারন সম্পাদক: মোঃ খলিলুর রহমান
সহ সম্পাদক: শফিকুল ইসলাম রাজু
সাংগাঠনিক।সম্পাদক: মোঃ আজিজুর রহমান
কোষাধ্যাক্ষ: মোঃ হাফিজুর রহমান
প্রচার সম্পাদক :শ্রীঃ শংকর প্রামাণিক
সংস্কৃতিক সম্পাদক: শেখ নজরুল ইসলাম
শিশু বিষায়ক সম্পাদক: আরিফুল ইসলাম সবুজ
মহিলা বিষায়ক সম্পাদক: জাহাননারা জানি
দপ্তর সম্পাদক:নাহিদ হাসান
কার্য্যকারী সদস্য
মোঃ আশাদুল ইসলাম
মোঃ। রফিকুল ইসলাম খোকন
মোঃ ঈমাম হুসাইন
মোঃ মনিউর রানা
মোঃ মাহাবুব বিশ্বাস
সাদ্দাম হোসেন
মোঃ মুবাশ্বির রহমান
মোঃ হাবিবুর রহমান










