
মেহেরপুরের গাংনী রিপোর্টার্স ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর), রাত ৮ টার দিকে গাংনী-হাটনোয়ালিয়া সড়কে রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাংনী রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চলের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুনের সভাপতিত্বে সভায় ভিডিও কলে বক্তব্য রাখেন, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আরশীনগরের স্টাফ রিপোর্টার আনারুল ইসলাম বাবু।
ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক প্রধান সংবাদের বিল্লাল হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণের মাহাবুল ইসলাম, দৈনিক অন্যায়ের প্রতিবাদের কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সূর্যোদয়ের রুবেল আহম্মেদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন, নির্বাহী সদস্য আকাশ, ক্লাবের ফাউন্ডার্স সদস্য শাহিনুজ্জামান, মুস্তাফিজুর রহমান, মেহের আলী বাচ্চু ও পারভেজ হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ক্লাবের সার্বিক উন্নয়নসহ বিবিধ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।










