
কিশোরকণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো❞ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরকন্ঠ পাঠক ফোরাম প্রতিবছর সমগ্র দেশ ব্যাপি কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগীতার আয়োজন করে। কিছুদিন আগে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জেলা ব্যাপি একটি পরীক্ষা হয়। সেখানে ১০ জন সেরা শিক্ষার্থীদের বিজয়ী ঘোষনা করে ফলাফল প্রকাশিত হয় গত অক্টোবর মাসের ২৪ তারিখ। মেধাস্থানে সেরা ১০ জনকে আজ বেলা ২ঃ০০ ঘটিকার সময় আলমডাঙ্গার পারকুলা স্কলার মডেল স্কুলের হল রুমে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। পুরুস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক হাফেজ মোঃ মহসিন এমদাদুল্লাহ জামেন। এছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব মোঃ বায়েজিদ বোস্তামী, চুয়াডাঙ্গা অন্বেষণ শিল্পি গোষ্ঠীর পরিচালক মোঃ আবু রায়হান, স্কলার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আতিকুর রহমান, ফেমাস কিন্ডারগার্টেন এর পরিচালক মোঃ মোশারফ হোসেন প্রমুখ ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান টি পরিচালনা করেন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম আলমডাঙ্গা পৌর শাখার পরিচালক মোঃ আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা চুয়াডাঙ্গা জেলার বিজয়ী ১০ জনকে ভূয়োসি প্রশংসা করে আসন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার ব্যাপারে আরো ভাল কিছু করার প্রত্যয় ব্যাক্ত করেন। প্রধান অতিথীর বক্তব্যে হাফেজ মোঃ মহসিন এমদাদুল্লাহ জামেন শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, পরীক্ষায় ভাল মার্ক পাওয়ার জন্য যেমন পাঠ্যপুস্তকের পড়াশুনা করা জরুরী ঠিক তেমনই একজন শিক্ষার্থীর ধর্মীয় জ্ঞান, নীতি-আদর্শ ঠিক রেখে আল্লাহ তাআলার জান্নাত প্রাপ্তির আশায় কিশোরকন্ঠ সহ নানান ইসলামী সাহিত্য অধ্যায়ন করা জরুরী। আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথীবৃন্দ। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন, নওশিন হোসাইন সেবরিন (স্কলার মডেল স্কুল), দ্বিতীয় ইসরাফিল হোসাইন (ফেমাস কিন্ডারগার্টেন), তৃতীয় সাব্বির হোসাইন (আলমডাঙ্গা একাডেমী), চতুর্থ মোঃ রফিক আহমেদ (আলমডাঙ্গা সরকারি কলেজ), পঞ্চম মোঃ জুনাইদ ইসলাম (স্কলার মডেল স্কুল), ষষ্ঠ মুশফিকুর রহমান মাহাদী (স্কলার মডেল স্কুল), সপ্তম ফাইজা রহমান রিয়া (স্কলার মডেল স্কুল), অষ্টম ফজলে রাব্বি (স্কলার মডেল স্কুল), নবম ফাতিমাতুজ যোহরা (স্কলার মডেল স্কুল), দশম হোমায়রা খাতুন (এরশাদপুর একাডেমি)।










