
বারহাট্টায় “হিলফুল ফুযুল যুব সংগঠন” এর উদ্যোগ এ তৃতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ইসলামি মহা সম্মেলন। ৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বাংলায় ২১ শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ রোজ বুধবার আয়োজন হতে যাচ্ছে এই সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতিত্বে থাকবেন, ‘আলহাজ্ব হাফেজ সিদ্দিক আহমেদ সাহেব, বারহাট্টা।
সহসভাপতি, ‘হাফেজ হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাহেব, নেত্রকোনা।
#আমন্ত্রিত_উলামায়ে_কেরাম
হযরত মাওঃ আবুল কাসেম সাহেব, মোহতামিম, জামিয়া মিফতাহুল উলুম, নেত্রকোণা।
মুফতি মাহমুদুল হাসান গুণবী সাহেব, ঢাকা।
মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী সাহেব, সিলেট।
মুফতি ইমরান হোসাইন কাসেমী সাহেব, ঢাকা। (বয়ান বাদ মাগরিব)
মুফতি ইলিয়াস হামেদী সাহেব, ঢাকা।
মুফতি আরিফ জব্বার কাসেমী সাহেব, ঢাকা।
মুফতি রশিদ আহমাদ ফারুকী সাহেব, রাজশাহী।
এছাড়াও আরো স্থানীয় উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন।
এতে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দু’জাহানের কামিয়াবি হাসিল করুন।
#হিলফুল_ফুযুল_কী?
হিলফুল ফুযুল (আরবি: حلف الفضول) ছিল একটি সামাজিক সংগঠন । এর শাব্দিক অর্থ হলো “শান্তি ” বা “কল্যাণের শপথ” (হলফ অর্থ শপথ এবং ফুযুল বা ফযিলত মানে মঙ্গল)। এটি জিলকদ মাসে প্রতিষ্ঠিত হয়। ১৭ বছর বয়সে এই সংগঠন প্রতিষ্ঠা করেন হযরত মুহাম্মাদ সা.। এটি পৃথিবীর ইতিহাসের প্রথম শান্তি সংগঠন । এই সংগঠন পবিত্র মক্কায় প্রতিষ্ঠিত হয়। হযরত মুহাম্মাদ সা. ইসলাম পূর্বযুগে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের কাজ ছিল পীড়িতদের সাহায্যদান, দুস্থদের আশ্রয়দান এবং অসহায়দের সহায়তা করা। বিদেশি ব্যবসায়ীদের জান মালের সুরক্ষার নিশ্চয়তা দেয়া ইত্যাদি। এ সংগঠনের প্রভাবে মক্কা অনেক বিপর্যয় থেকে রেহাই পায়। কাবা ঘরের কালোপাথর পুনঃস্থাপনেও এই সংগঠন টি ভূমিকা পালন করে। তাছাড়া হিলফুল ফুযুল মক্কাবাসীদের অনেক বিপর্যয় ঝামেলা ইত্যাদি আরো নানা সমস্যা থেকে সমগ্র মক্কাবাসীকে রক্ষা করেছিল।
#বারহাট্টার_হিলফুল_ফুযুল:
“হিলফুল ফুজুল যুব সংগঠন বারহাট্টা”, ২০২২ সালের ২২ শে জুলাই প্রতিষ্ঠিত হয় বারহাট্টার সেচ্ছাসেবী যুবকদের উদ্যোগ এ। এর পূর্বে ৬ ই নভেম্বর ২০২২ এবং ৬ ই নভেম্বর ২০২৩ সালে সফলভাবে দুইবার সম্মেলন করেছে সংগঠনটি।
#যে_সকল_সেচ্ছাসেবীদের_হাত_ধরে_এগিয়ে_চলছে_হিলফুল_ফুযুল_যুব_সংগঠন_বারহাট্টা।
# মোঃ ফারুক আহমেদ, সভাপতি।
মোঃ আশিকুর রহমান সিয়াম, কার্যকরী সভাপতি।
মোঃ আবুসাঈদ আহমেদ বাবু, সহ-সভাপতি।
মো: আনছারুল ইসলাম, সাধারণ সম্পাদক।
মোঃ নাজমুল, সহ- সাধারণ সম্পাদক।
মোঃ সজিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক।
মোঃ আল মুসাব্বির রিফাত , সাংগঠনিক সম্পাদক।
মোঃ রুমন শেখ, প্রচার সম্পাদক।
মোঃ বাদল মিয়া, কোষাধ্যক্ষ।
মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক।










