
আলমডাঙ্গার উপজেলার জেহালা ইউনিয়নের অঘোরনাথপুর মোড়ে মাসুম ও সাজ্জাদ নামের দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ নভেম্বর) সকালে গাঁজা এবং টেপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তাদের দুই জনকে আটক করা । পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেকে জেহালা ইউনিয়নের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুমকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড ও নগদ ২০০ টাকা অর্থদন্ড এবং একই ইউনিয়নের ওয়াপদা পাড়া সাজ্জাদের ছেলে আব্বাস কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আশীশ কুমার বসু।
আদালত শেষে আশীশ কুমার বসু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুম ও সাজ্জাদ নামের দুই মাদকসেবীকে আটক করা হয়।তাদের দুজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।










